আবু হানিফ:
পাবনার আমিনপুর থানার আহম্মদপুর ইউনিয়নের দূর্গাপুরে এনজিও ব্র্যাকের অফিসার সেজে ঋন দেবার কথা বলে টাকা হাতিয়ে নেবার অভিযোগে এক প্রতারককে আটক করেছে পুলিশ।
সে পাবনা সদরের রাধানগর মহল্লার আফসার সর্দারের ছেলে রাজু (৩৭)।
জানাযায়, মঙ্গলবা (১ নভেম্বর) দুপুরে আমিনপুর থানার দুর্গাপুর গ্রামের আফসানা আলম নামে এক মহিলার সাথে প্রতারণার সময় প্রতারক রাজুকে এলাকাবাসী আটক করে। এ সংবাদে তার দ্বারা প্রতারিত হওয়া অনেক ব্যক্তি অভিযোগ করে রাজু তাদেরকে ঋণের কথা বলে টাকা হাতিয়ে নিয়েছে।
ব্র্যাক অফিসের গ্রাহকরা জানান, রাজু আমাদের বাড়িতে এসে ব্র্যাক অফিসের ম্যানেজার কোথাও সহকারী ম্যানেজার হিসেবে পরিচয় দিয়ে আমাদের সঞ্চয়সহ বিভিন্ন তথ্য বর্ণনা করে। এতে আমরা তাকে অফিসার হিসেবে বিশ্বাস করি। পরে প্রতারক ঋণের কথা বলে অগ্রীম সঞ্চয় জমা নিয়ে উধাও হয়ে যেত। তার কাছে গ্রাহকদের সঞ্চয় বইসহ বিভিন্ন কাগজপত্র পাওয়া যায়। প্রতারক রাজু সাংবাদিকদের বলেন, সে পাবনা নুরপুর ব্র্যাক অফিসের ম্যানেজার ছিলো। চাকরী চলে যাওয়া সে প্রতারণা করে আসছে।
এদিকে তার প্রতারণার ফাঁদে পা দিয়ে সাঁথিয়ার চন্ডিপুর গ্রামের আফসানা আলম, রিক্তা বেগম শহীদ নগরের মোবারক হোসেন ও সুজানগরের দুলাই গ্রামের মালেকা খাতুন, জোড়পুকুরিয়ার রেজাউল হোসেন , জামাত আলী আর্থিক ভাবে প্রায় ১লক্ষাধিক টাকা হারিয়েছে।
চাটমোহর উপজেলা ব্র্যাক অফিসের ম্যানেজার সীমা খাতুন জানান, আমরা প্রতারক সম্পর্কে জেনেছি। সে আমাদের অফিসের কোন সদস্য নয়।
সংবাদ পেয়ে ওই দিনই আমিনপুর থানা পুলিশ প্রতারক রাজুকে আটক করেন।