বিশেষ প্রতিনিধি: পাবনা জেলার আমিনপুর থানা আওয়ামীলীগের আহŸায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। রবিবার (৩০ জানুয়ারি) বিকালে কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা ও উত্তরাঞ্চলের দায়িত্বপ্রাপ্ত আব্দুর রহমান, ড.হাসান মাহমুদ ও এসএম কামাল হোসেনের স্বাক্ষরিত আমিনপুর থানা আ.লীগের আহŸায়ক কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটির আহŸায়ক করা হয়েছে প্রবীন রাজনীবিবিদ ও বেড়া উপজেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি অনিল সাহাকে। এই কমিটির যুগ্ম আহŸায়ক হলো ইউসুফ আলী খান, রেজাউল হক বাবু ও এজাজ আহমেদ সোহান। নব গঠিত আহŸায়ক কমিটির আহŸায়ক অনিল সাহা দীর্ঘ দিন বেড়া উপজেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করে আসছিল। উপজেলা আ.লীগের সভাপতি আব্দুল বাতেন বহিস্কারের পরে তিনি সভাপতির দায়িত্বও পালন করেছেন। লিখিত নির্দেশে আরও বলা হয়েছে আমিনপুরের যে সকল নেতা সুজানগর ও বেড়া উপজেলা কমিটিতে বর্তমানে রয়েছে তারা আহŸায়ক কমিটির সদস্য হিসেবে অন্তভুক্ত থাকবে। এমনকি স্থানীয় সংসদ সদস্যেও সাথে পরামর্শ করে জেলা কমিটির নেতৃবৃন্দ এর বাইরে সদস্য অন্তভুক্ত করতে পারবে। একটি সাদা কাগজে আ,লীগ নেতা আব্দুর রহমান, ড.হাসান মাহমুদ ও এসএম কামাল হোসেনের স্বাক্ষরিত আহŸায়ক কমিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভায়রাল হয়েছে। অনেকেই ফুসবুকের মাধ্যমে নব গঠিত এ কমিটিকে অভিনন্দন জানিয়েছে।