৮ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২🔻 ১৬ই জমাদিউস সানি, ১৪৪৭

আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা

আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা

শেয়ার করুন:

আর্থিকভাবে অসচ্ছল ঢাকা কলেজের এক শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. জিয়াউর রহমান খন্দকার। অর্থ সংকটের কারণে আবাসিক হলের সিট নবায়ন করতে না পারা ওই শিক্ষার্থীকে রোববার (১৪ সেপ্টেম্বর) রাতে এই আর্থিক অনুদান প্রদান করেন তিনি।

জানা যায়, ওই শিক্ষার্থী ঢাকা কলেজের বোটানি বিভাগের (২০২১-২২) সেশনের। তার আবাসিক হলের সিট নবায়নের জন্য প্রয়োজনীয় অর্থ না থাকায় ঢাকা কলেজ ছাত্রদলের পক্ষ থেকে এ সহায়তা দেওয়া হয়।

ওই শিক্ষার্থী বলেন, ‘আমার বাবা নেই। আমি টিউশনি করে চলতাম। কিন্তু এখন আর্থিক সংকট বেড়ে যাওয়ায় হলের সিট নবায়ন করতে সমস্যার সম্মুখীন হই। এই সময়ে আমার পাশে এসে দাঁড়ান ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান খন্দকার। দুঃসময়ে পাশে দাঁড়ানোর জন্য ভাইয়ের কাছে আমি কৃতজ্ঞ। যাদের পরিবারের আর্থিক অবস্থা খারাপ তাদের পাশে যদি এভাবে ছাত্র সংগঠনের ভাইয়েরা দাঁড়ায়, তাহলে পড়াশোনা চালিয়ে যেতে তাদের বিঘ্ন ঘটবে না বলে মনে করি। আর এতে আমাদের ক্যাম্পাসে সুন্দর ও সুষ্ঠু পরিবেশ বিরাজ করবে।’

ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. জিয়াউর রহমান খন্দকার কালবেলাকে বলেন, ‘কলেজের আবাসিক হলের সিট নবায়নের জন্য ওই শিক্ষার্থীর পাঁচ হাজার টাকার প্রয়োজন ছিল। কিন্তু পরিবারের আর্থিক দুরবস্থার কারণে সে অর্থ জোগাড় করতে হিমশিম খাচ্ছিল এবং তার ফরম ফিলাপের খরচ মেটাতে গিয়েও বিপাকে পড়ে। সে যখন আমাকে ব্যক্তিগতভাবে বিষয়টি জানায়, তখন আমি নিজের উদ্যোগে তাকে আর্থিক সহায়তা করি। আমি মনে করি, শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমার দায়িত্বের অংশ এবং এটা আমাদের সংগঠনের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানেরও শিক্ষা।’

তিনি আরও বলেন, ‘গত বছরের ৫ আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর থেকেই আমি শিক্ষার্থীদের পাশে থেকে কাজ করার চেষ্টা করছি। ভবিষ্যতে ঢাকা কলেজ মসজিদের সামনে একটি পানির ফিল্টার বসানোর পরিকল্পনা আছে। পাশাপাশি ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থীদের প্রয়োজনীয় আনুষঙ্গিক সামগ্রী সরবরাহের পরিকল্পনাও আছে।’



সুত্রঃ কালবেলা