২২শে জুন, ২০২৫ 🔻 ৮ই আষাঢ়, ১৪৩২🔻 ২৫শে জিলহজ, ১৪৪৬

আর ফ্যাসিস্ট নয়, আগামীর নির্বাচন হতে হবে প্রতিরোধের

শেয়ার করুন:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, “একটা মানুষ খারাপ হতে হতে কী হয়, তা আমরা শেখ হাসিনার কাছ থেকে দেখেছি। কাউকে হাসিনা থেকে খুনি হাসিনা হতে দেওয়া যাবে না।”
তিনি বলেন, “দুর্নীতি, অন্যায়, অবিচার, হত্যা, গুমের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে রাজনীতি করতে হবে। আগামীর নির্বাচন হওয়া উচিত ফ্যাসিবাদের দোসরদের মুলোৎপাটনের নির্বাচন।”

মঙ্গলবার রাতে দিনাজপুরের পার্বতীপুর বাস টার্মিনালের গোলচত্বরে আয়োজিত এক পথসভায় এসব কথা বলেন তিনি।

পরে বুধবার দিনাজপুরের বিভিন্ন এলাকায় একাধিক পথসভায় সারজিস আলম বলেন,
“স্বাধীনতার ৫৪ বছর পরও যদি মানুষ শুধু মার্কা দেখে ভোট দেয়, তবে বাংলাদেশের পরিবর্তন সম্ভব নয়। যে ব্যক্তি ভালো কাজ করে, মানুষের পাশে থাকে, তাকেই জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করা উচিত, বড় মার্কা থাকুক আর না থাকুক।”

সারজিস আলম অভিযোগ করেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলা বাণিজ্য চলছে। কোনো একটি রাজনৈতিক দল ইচ্ছাকৃতভাবে প্রতিপক্ষ দলের নিরপরাধ কর্মী-সমর্থকদের টার্গেট করে মামলা, টাকা আদায় ও চাঁদাবাজি করছে। তিনি বলেন, “এই অপপ্রক্রিয়া এখনই বন্ধ করতে হবে।”

বিরল উপজেলা শাখা কার্যালয় উদ্বোধন ও বকুলতলা মোড়ে আয়োজিত পথসভায় তিনি বলেন,
“গত ১৬ বছর ধরে উত্তরাঞ্চল উন্নয়ন বঞ্চিত। দক্ষিণাঞ্চলের একটি পৌরসভা যে বরাদ্দ পায়, উত্তরাঞ্চলের একটি জেলাও ততটা পায় না। দক্ষিণে একটি এক্সপ্রেসওয়ে করতে যে বরাদ্দ দেওয়া হয়, রংপুর বিভাগেও তত বরাদ্দ হয় না। এটা চরম বৈষম্য।”

তিনি বলেন, এনসিপি নেতা-কর্মীরা মাঠপর্যায়ে ঘুরে ঘুরে মানুষের সমস্যার কথা শুনছে এবং সেগুলোর সমাধানে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর উপদেষ্টাদের কাছে তুলে ধরবে।

সারজিস আলম বলেন, “আগামীর বাংলাদেশে নেতৃত্ব যারা দিতে চায়, তাদের প্রথমেই জানতে হবে—মানুষ কী চায়? সেই চাহিদাকে ভিত্তি করেই রাজনীতি গড়ে তুলতে হবে।”

পথসভাগুলোতে সারজিস আলম ছাড়াও এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।