ইছামতিনিউজ২৪.কম রিপোর্টঃ পাবনার আতাইকুলা থানা পুলিশ আওয়ামীলীগ নেতার ছেলে আনোয়ার হোসেনকে গরু চোর সন্দেহে আটক করে শনিবার আদালতে প্রেরন করেছে। সে আর.আতাইকুলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আরশেদ আলী ভান্ডারীর ছেলে।
স্থানীয় সুত্রে জানা যায়, থানার আর.আতাইকুলা ইউনিয়নের চরপাড়া এলায় প্রায়ই গরুচুরি হয়। গরুচুরি প্রতিরোধে গ্রামবাসী রাত ভর এলাকা পাহারা দিয়ে আসছিল। শুক্রবার দিনগত রাত আড়াইটার দিকে চরপাড়া মধ্যপাড়া থেকে পাহারারত অবস্থায় গরু চোর সন্দেহে আনোয়ারকে আটক করে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পুলিশ থানায় নিয়ে যায়।
আতাইকুলা থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম বলেন, আনোয়ারকে ৫৪ধারায় সন্দেহমূলক শনিবার পাবনা আদালতে প্রেরন করা হয়েছে। পরবর্তীতে তদন্ত করে আইনুনাগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Post Views: 16