ইছামতিনিউজ২৪.কম রিপোর্ট:- আসন্ন দুলাই ইউনিয়ন পরিষদের নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সুজানগর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও দুলাই উচ্চবিদ্যালয়ের বার বার নির্বাচিত সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি সাইদুর রহমান সাইদ ব্যাপক গণসংযোগ করে যাচ্ছে। সোমবার সন্ধ্যার পর তার সমর্থকরা একটি বিশাল মটরসাইকেল শো-ডাউন বের করে। শো-ডাউনটি বিভিন্ন এলাকা ঘুরে দুলাই কারিকর পাড়ার মসজিদসংলগ্ন ঈদগাঁ মাঠে এক উঠান বৈঠাকে মিলিত হয়। উঠান বৈঠাকে আবু তালেব প্রমানিকের সভাপতিত্বে ও আব্দুল মজিদের পরিচালনায় বক্তব্য রাখেন আব্দুল মালেক বিএসসি, সেলিম মন্ডল, করিম প্রামানিক, মনিরুল ইসলাম, মাসুদ শেখ, শহিদ বিশ্বাস, আনোয়ার হোসেন, আব্দুল কদ্দুস,রিয়াজ মোল্লা, ফরহাদ আলী, আব্দুল্লাহ, নুর ইসলাম, হাসান বিল্লাহ, রফিকুল ইসলাম বিদ্যুৎ, রেজাউল ইসলাম রেজা, মালেক দেওয়ান, মিনারুল ইসলাম, মোকছেদ সেখ, হাতেম সেখ, আ: হামিদ মন্ডল, আ: রফিক, ময়েন উদ্দিন প্রমূখ। উঠান বৈঠাক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সুজানগর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও দুলাই উচ্চবিদ্যালয়ের বার বার নির্বাচিত সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি সাইদুর রহমান সাইদ। বক্তারা আগামী নির্বাচনে সাইদকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান। ভোটের মাঠে তাকে সার্বিক সহায়তা করতে প্রস্তুন রয়েছেন বলে জানান।
Post Views: 18