৭ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ২২শে অগ্রহায়ণ, ১৪৩২🔻 ১৫ই জমাদিউস সানি, ১৪৪৭

আসিফ এপারেলসের এমডিসহ ২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আসিফ এপারেলসের এমডিসহ ২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

শেয়ার করুন:

জনতা ব্যাংকের ২০৭ কোটি টাকা খেলাপি ঋণ পরিশোধ না করায় আসিফ এপারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন আহমেদ এবং তার ছেলে পরিচালক আসিফ সালাউদ্দিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ঢাকার অর্থঋণ আদালত।

বুধবার (২৭ আগস্ট) জনতা ব্যাংকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন ৫ নম্বর অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান।

আদালত সূত্রে জানা গেছে, গাজীপুরের কোনাবাড়ী এলাকায় অবস্থিত রপ্তানিমুখী গার্মেন্টস কোম্পানিটি জনতা ব্যাংকের জনতা ভবন করপোরেট শাখা থেকে ঋণ নিয়ে ব্যবসায় শুরু করলেও বিপুল পরিমাণ ঋণ পরিশোধ না করে খেলাপি গ্রাহকে পরিণত হয়। খেলাপি ঋণ আদায়ের জন্য জনতা ব্যাংক অর্থঋণ আদালতে মামলা দায়ের করে। বন্ধকী সম্পত্তি নিলামে বিক্রয় করে কোনো টাকা আদায় না হওয়ায় কোম্পানির এমডি ও পরিচালকের বিরুদ্ধে এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।