পাবনায় ইজিবাইক ছিনতাইকারী চক্রের সাত সদস্যকে পুলিশ গ্রেফতার করেছে। এ সময় ছিনতাই করা ১২টি ইজিবাইক, নগদ টাকা ও মোবাইলফোন উদ্ধার করা হয়েছে। দুই ইজিবাইক চালকের লাশ উদ্ধার তদন্তে এসব ছিনতাইকারী পুলিশের হাতে গ্রেফতার হয়।
শুক্রবার দুপুরে পাবনা সদর থানায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মহিবুল ইসলাম খান।
গ্রেফতাররা হলেন-সুমন শেখ (৩০), বাচ্চু মিয়া (৪৫), বজলুর রহমান (২৪), হাসান আলী (২৫), শামীম মিয়া (২৫), শরিফুল ইসলাম (২৬) ও রফিকুল ইসলাম (২৪)।
পুলিশ জানায়, গত বছরের ৩ ডিসেম্বর বেলা সাড়ে ১১ টার দিকে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উত্তর পাশে মহাসড়ক সংলগ্ন পুকুরে ইজিবাইক চালক (মালিক) জাহাঙ্গীরের লাশ পাওয়া যায়। এরপর ২৪ ফেব্রুয়ারি রাত দেড়টার দিকে সদর থানার মনোহরপুর মসজিদের সামনে পাকা রাস্তার বাম পাশে রইচ উদ্দিন (৬০) নামের আরেক ইজিবাইক চালকের লাশ পাওয়া যায়। এই দুটি মামলার রহস্য উন্মোচন করতে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার হয় ছিনতাই, হত্যাসহ নানা অপরাধের সঙ্গে জড়িত এই চক্রের ৭ সদস্য।
গ্রেফতারদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।