১৬ই নভেম্বর, ২০২৫ 🔻 ১লা অগ্রহায়ণ, ১৪৩২🔻 ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৭

ইয়েমেনে জাতিসংঘ ভবনে হামলা | কালবেলা

শেয়ার করুন:

ইয়েমেনে জাতিসংঘের একটি ভবনে শনিবার হুতি বিদ্রোহীরা হামলা চালিয়েছে। তবে জাতিসংঘ জানিয়েছে, সব কর্মীই নিরাপদ আছেন।

জাতিসংঘের ইয়েমেন আবাসিক সমন্বয়কারীর মুখপাত্র জিন আলম এএফপিকে জানান, সানায় অবস্থিত জাতিসংঘ কম্পাউন্ডে আনসার আল্লাহর (হুতি) নিরাপত্তা সদস্যরা অবৈধভাবে প্রবেশ করেছে। সেখানে বর্তমানে ১৫ জন আন্তর্জাতিক কর্মী রয়েছেন।

তিনি বলেন, ‘সর্বশেষ তথ্য অনুযায়ী সবাই নিরাপদে আছেন এবং পরিবারের সঙ্গে যোগাযোগ করেছেন।’ আলম জানান, জাতিসংঘ প্রয়োজনীয় সব ব্যবস্থা নিচ্ছে।

এর আগে গত ৩১ আগস্টও বিদ্রোহীরা সানায় জাতিসংঘ কার্যালয়ে হামলা চালিয়ে ১১ জনেরও বেশি কর্মীকে আটক করে। হুতি কর্মকর্তারা দাবি করেন, ওই কর্মীদের যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক করা হয়েছে।

জাতিসংঘের মুখপাত্র স্টিফান ডুজারিক বলেন, ‘আমরা আমাদের ৫৩ জন সহকর্মীর নির্বিচারে আটকের অবসান চাই।’ তিনি হুতি নেতা আবদেলমালেক আল-হুতির বক্তব্যের জবাবে জানান, এসব অভিযোগ অগ্রহণযোগ্য।

সাম্প্রতিক মাসগুলোতে ইরান-সমর্থিত হুতিদের নিয়ন্ত্রিত অঞ্চল থেকে বহু জাতিসংঘ কর্মীকে আটক করা হয়েছে। এ কারণে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে জাতিসংঘের মানবিক সমন্বয়কারীকে সানা থেকে সরিয়ে আদেনে স্থানান্তর করা হয়।

দশ বছরের গৃহযুদ্ধে ইয়েমেন এখন বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক সংকটের মুখে রয়েছে বলে জাতিসংঘ জানিয়েছে।