২০শে জুলাই, ২০২৫ 🔻 ৫ই শ্রাবণ, ১৪৩২🔻 ২৪শে মহর্‌রম, ১৪৪৭

ইরানী ছাত্রীর উক্তি,”জ্ঞান” ধ্বংস করা যায় না। কেড়ে নেয়া যায় না

শেয়ার করুন:

— গতকাল কথা হচ্ছিলো এক ইরানীর ছাত্রীর সাথে । মাহাদ পিএইচডি করেছে আমার সিনিয়র কলিগের সাথে। আধুনিক খোলামেলা পোষাকের মেয়ে মাহাদ বর্তমান ইরানী ইসলামী সরকারের ঘোর বিরোধী। প্রচুর মেধাবী, এখন কাজ করে জার্মান এক কম্পানীতে

— বললাম তোমার দেশের তো খারাপ অবস্থা। ভাবছিলাম, তার অপছন্দের সরকারের দুরাবস্থা নিয়ে ২-৪টা কথা বলবে। “মোল্লা” সরকারকে গাল মন্দ করবে। ই**রাহেল-আমেরিকার প্রসংশা করবে। নাহ ! অবাক করা বিষয় সে ই*রানী সরকারের কোন সমালোচনা দূরের থাকুক, সাপোর্ট করছে !

— তার মতে এই সরকার পরিবর্তন তো দূরের কথা, বর্তমান সরকার ই**রাইল-আমেরিকা নিয়ে যা করছে তাতে তার মতো সরকার বিরোধীরাও সাপ্পোর্ট করছে !

— বললো, আমরা ইউরোনিয়াম গবেষণা করবো, নাকি বো**মা বানাবো এটা আমাদের ব্যাপার, ওদের কথায় চলবো নাকি !

–বললাম, তোমার দেশ তো শেষ হয়ে যাবে। তার চোখে মুছে আগুন দেখলাম, ” আমরা হাজার বছর ধরে আছি, থাকবো । আমরা কোন সরকার চাই, সেটা কি আমেরিকা-ই**রাইল ঠিক করে দিবে?”

— বললাম, পুরান শাহ আমল নাকি আবার ফিরে আসবে ! তার মতে, হা আমরা আগের শাহকে অনেকেই পছন্দ করি। কিন্তু বর্তমান শাহ’র ছেলে সেই শাহ না, এটা ‘ই**রাইল থেকে আমদানি করা শাহ’ । তার সাথে আমাদের কোন সস্মর্ক নাই !

— কয়েকদিন আগে আমেরিকার এক সাবেক মন্ত্রী বলছে ১০জন ইরানী বিজ্ঞানীকে মেরে ফেললে কি হবে? পার**মানবিক মাল মসলা নিয়ে গবেষণা করতে পারেন এমন বিজ্ঞানীর সংখ্যা ইরানে ১০০০ও বেশী হবে। ২-৪ জিন মেরে কিছু করা যাবে না ।

— কথা হচ্ছে দুনিয়ার সব কিছুই হচ্ছে “জ্ঞান” যা ধ্বংস করা যায় না। কেড়ে নেয়া যায় না। আত্ন-সম্মান, জাতিবোধ এগুলো অন্যদেশ থেকে ধার করা যায় না। এগুলো সেই মাটি মানুষের নিজস্ব জিনিস।

— দুনিয়ার প্রাচীন সভ্যতার ও জ্ঞান কেন্ত্রের একটি পারস্য বা বর্তমান ইরান। ইসলামের স্বর্নযুগে বাগদাদ-কেন্ত্রিক জ্ঞান এসেছে মূলত পারস্য থেকে। কে জানি সেদিন বলছিল, ” আমেরিকার জন্মই তো হলো এই সেদিন, ৫০০ বছর, আর আমরা (ইরানীরা) বেশ দাপটের সাথে বেচে আছি কম করে হলেও ৫০০০ বছর ধরে। তোমরা কাকে ভয় দেখাচ্ছ?

লেখক ড. মোকাররম হোসেন, জার্মানী