ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (IDF) দাবি করেছে, ইরানের সঙ্গে সমন্বয় করে এখন ইয়েমেনের হুতি বিদ্রোহীরাও ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে। চলমান গাজা সংকটের মধ্যেই এই আক্রমণ মধ্যপ্রাচ্যে উত্তেজনার মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে।
শনিবার (১৪ জুন) ইসরায়েলের সামরিক মুখপাত্র এক বিবৃতিতে বলেন, “গত কয়েক দিনে ইরানের সমর্থিত হুতি বিদ্রোহীরা ইয়েমেন থেকে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ইসরায়েল অভিমুখে ছুড়েছে। আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলোর অধিকাংশ সফলভাবে প্রতিহত করেছে।”
ইসরায়েল আরও জানিয়েছে, ইরান, হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুতি বিদ্রোহীরা এখন একটি সমন্বিত আঞ্চলিক আক্রমণের অংশ হিসেবে কাজ করছে। এই জোট ইসরায়েলের অভ্যন্তরীণ অস্থিতিশীলতা সৃষ্টি ও গাজা পরিস্থিতি ঘোলাটে করতেই এসব হামলার পেছনে সক্রিয় ভূমিকা নিচ্ছে।
মধ্যপ্রাচ্য বিশ্লেষকদের মতে, হুতিদের এই আক্রমণ শুধু একটি প্রতিবাদ নয়, বরং এটি ইরানের কৌশলগত প্রভাব বিস্তারের অংশ।
হুতিরা বিগত কয়েক বছরে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহারে দক্ষতা অর্জন করেছে। তারা মূলত ইরানের প্রযুক্তিগত সহায়তায় এই সক্ষমতা গড়ে তুলেছে। এর আগেও হুতিরা সৌদি আরবের ওপর একাধিক সফল হামলা চালিয়েছে।
জাতিসংঘ ও বিভিন্ন আন্তর্জাতিক শক্তি মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনে আহ্বান জানাচ্ছে। তবে পরিস্থিতি যেভাবে জটিল হচ্ছে, তাতে একটি পূর্ণাঙ্গ আঞ্চলিক সংঘাতের শঙ্কা অনেক বেড়ে গেছে।