২০শে জুলাই, ২০২৫ 🔻 ৫ই শ্রাবণ, ১৪৩২🔻 ২৪শে মহর্‌রম, ১৪৪৭

ইসরাইলের বিরুদ্ধে ইরানের পাল্টা হামলা: শতাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

শেয়ার করুন:

মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। ইসরাইলের বিরুদ্ধে সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। শনিবার গভীর রাতে ইরান থেকে ইসরাইলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে একযোগে শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। খবর দিয়েছে বিবিসি, আল–জাজিরা ও রয়টার্স।

ইসরাইলের সেনাবাহিনী নিশ্চিত করেছে, তারা ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে এবং সেগুলো প্রতিহত করতে সক্রিয়ভাবে কাজ করছে। একই সঙ্গে ইসরাইলি জনগণকে আশ্রয়কেন্দ্রে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানায়, ইসরাইলের আগ্রাসনের পাল্টা জবাব হিসেবে এ হামলা চালানো হয়েছে। হামলার অংশ হিসেবে ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।

তেল আবিবে অন্তত ৫ জন আহত
ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরাইলের বাণিজ্যিক রাজধানী তেল আবিবে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কমপক্ষে ৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ইসরাইলের জাতীয় অ্যাম্বুলেন্স সার্ভিস। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, তেল আবিব ও জেরুজালেমে সাইরেন বাজতে থাকে এবং আকাশে ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়।

ইসরাইলের দুটি যুদ্ধবিমান ভূপাতিত, পাইলট আটক: ইরানের দাবি
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, হামলার পর প্রতিক্রিয়ায় ইসরাইলের দুটি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করা হয়েছে এবং একটি যুদ্ধবিমানের পাইলটকে আটক করা হয়েছে। তবে ইসরাইল এ দাবি সরাসরি নাকচ করে দিয়েছে। ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র অ্যাভিকচে আদ্রেয়ি বলেছেন, “ইরানের প্রচারমাধ্যম মিথ্যা তথ্য ছড়াচ্ছে।”

এ ঘটনায় আন্তর্জাতিক অঙ্গন গভীর উদ্বেগ প্রকাশ করেছে। জাতিসংঘ, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন পরিস্থিতি শান্ত করতে তৎপর হয়ে উঠেছে।