ইসরায়েলের জেরুজালেমের পার্শ্ববর্তী পাহাড়ি অঞ্চলে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে, যার ফলে বহু এলাকা খালি করে দেওয়া হয়েছে এবং গুরুত্বপূর্ণ সড়কগুলো সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।
দাবানলটি সাটাফ নেচার রিজার্ভ এবং হাদাসা আইন কেরেম হাসপাতালের কাছে শুরু হয়। এটি দ্রুত ছড়িয়ে পড়ে আশেপাশের গ্রাম ও শহরগুলোতে, যেমন কিরিয়াত ইয়াআরিম, শোয়েভা, শোরেশ, আইন রাফা এবং আইন নাকুবা। এই এলাকাগুলো থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। হাদাসা আইন কেরেম হাসপাতালকেও খালি করার প্রস্তুতি নেওয়া হয়েছে, কারণ আগুন হাসপাতালের খুব কাছাকাছি পৌঁছে গেছে ।
দাবানলের কারণে রুট ১ (জেরুজালেম-তেল আবিব মহাসড়ক) এবং রুট ৩৯৫, ৩৯৬৫ সহ বেশ কয়েকটি সড়ক সাময়িকভাবে বন্ধ করা হয়েছিল। তবে, ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসার পর রুট ১ পুনরায় খুলে দেওয়া হয়েছে ।
প্রায় ৭৫টি দমকল দল এবং ১২টি বিমান দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে। প্রায় ১৭ বর্গকিলোমিটার বনভূমি ইতিমধ্যে পুড়ে গেছে, যা ইসরায়েলের ইতিহাসে অন্যতম বৃহৎ দাবানল হিসেবে বিবেচিত হচ্ছে ।