১৪ই জুলাই, ২০২৫ 🔻 ৩০শে আষাঢ়, ১৪৩২🔻 ১৮ই মহর্‌রম, ১৪৪৭

ঈশ্বরদীতে অভিনব কায়দায় অটো ছিনতাই, গ্রামবাসীর হাতে ধরা পড়লো নারী চক্র

শেয়ার করুন:

পাবনার ঈশ্বরদীতে যাত্রী সেজে অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগে নারীসহ চারজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ জুন) বিকেলে উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের বিলকেদার গ্রামবাসী তাদের আটক করে ঈশ্বরদী থানার হাতে তুলে দেন।

আটককৃতরা হলেন—ঈশ্বরদীর সুমন সরদার (২৬), কুষ্টিয়ার তনিমা খাতুন (১৮), চাঁপাইনবাবগঞ্জের তনিমা আক্তার তমা (২১) ও নাটোরের আখি খাতুন (২০)। তারা ঈশ্বরদীর পাকশী এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন এবং দুই নারী সদস্য স্থানীয় ইপিজেড এলাকায় চাকরি করতেন।

পুলিশ জানায়, সোমবার রাতে চক্রের দুই নারী সদস্য যাত্রী সেজে ঈশ্বরদী বাজার থেকে রিকশা চালক হাসান আলীর অটোতে ওঠেন। পরে শহরের বাস টার্মিনাল থেকে আরও দুইজন ওই রিকশায় যোগ দেন। রাত সাড়ে দশটার দিকে নির্জন বিলকেদার মাঠে পৌঁছালে তারা চালকের মুখে চেতনানাশক স্প্রে করে এবং ওড়না দিয়ে হাত-পা-মুখ বেঁধে তাকে ফেলে রেখে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়।

পরদিন স্থানীয়রা চারজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। ঈশ্বরদী থানার ওসি বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।