৭ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ২২শে অগ্রহায়ণ, ১৪৩২🔻 ১৫ই জমাদিউস সানি, ১৪৪৭

ঈশ্বরদীতে করতোয়া কুরিয়ার সার্ভিস থেকে ১৪ কেজি গাঁজা উদ্ধার

শেয়ার করুন:

পাবনার ঈশ্বরদীতে ১৪ কেজি গাঁজাসহ দুলাল হোসেন (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। রোববার (১২ অক্টোবর) রাত ১০ টার দিকে ঈশ্বরদী পৌর শহরের রেলওয়ে মাল গুদাম সংলগ্ন করতোয়া কুরিয়ার সার্ভিস থেকে একটি বস্তাভর্তি অবস্থায় এ গাঁজা উদ্ধার করা হয়। 

সোমবার (১৩ অক্টোবর) সকালে এসব তথ্য নিশ্চিত করেন র‍্যাব-১২, (সিপিসি-২) পাবনার কোম্পানি কমান্ডার এনামুল হক। তিনি জানান, লালমনিরহাট থেকে এক ব্যবসায়ী করতোয়া কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বস্তাভর্তি বাদাম হিসেবে বুকিং দিয়ে গাঁজার একটি বড় চালান পাঠিয়েছিলো ঈশ্বরদীতে। রবিবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরদী করতোয়া কুরিয়ার সার্ভিসে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী দুলাল হোসেন (৪০) নামে এক জনকে আটক করা হয়। এসময় বাদামের নামে বুকিং দেয়া ১৪ কেজি গাঁজার বস্তা উদ্ধার করা হয়। 

আটককৃত মাদক কারবারি দুলাল হোসেন লালমনিরহাট সদর উপজেলার দূরাকুঠি গ্ৰামের মৃত আক্কাস আলির ছেলে। আটকৃত আসামিকে ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয়েছে।