ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধিঃ ঈশ্বরদীতে রূপপুর পারমাণবকি বদ্যিুৎ প্রকল্প পরর্দিশনে এসে নৌপরবিহন নৌপ্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি জানিয়েছেন, ‘রূপপুররে প্রকল্প সম্পন্ন হলেই দক্ষিনাঞ্চলে এ ধরণের আরও একটি প্রকল্পের উদ্যোগ নেবেন র্বতমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’শনবিার (২৮ নভম্বের) সকালে রূপপুর পারমাণবকি বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেন তিনি।
প্রকল্পের বিভিন্ন সাইট ঘুরে ঘুরে দেখে তিনি বলেন, ‘আমাদের গর্বের এবং অহঙ্কারের জায়গা রূপপুর পারমাণবিকি বিদ্যুৎ প্রকল্প। এটি বাংলাদেশকে বিশ্বের উচ্চতর স্থানে নিয়ে যাবে। এমন একটি প্রকল্প পরিদর্শনে এসে আমি সত্যইি আনান্দিত । ‘এই প্রকল্পটির কাজ যথা সময়ে শেষ হবে বলে আশা প্রকাশ করেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, ‘মুজিববর্ষে বঙ্গবন্ধু’র কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়ন হবে। বঙ্গবন্ধুর রেখে যাওয়া সোনার বাংলা বাস্তবে রূপ দিতে কাজ করছে র্বতমান সরকার।’ পরিদর্শনকালে সরকারি উচ্চপদস্থ র্কমর্কতা ও প্রকল্প সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।##