শনিবার (২৬ ডিসেম্বর) সকালে শহরের ষ্টেশন রোড মুক্তিযোদ্ধা সংসদ ঈশ্বরদী উপজেলা কার্যালয়ের সামনের সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে পাবনা-৪ সংসদ মো. নুরুজ্জামান বিশ্বাস এমপি বলেন, ‘যারা আমাদের স্বাধীনতায় বিশ্বাস করে না। আমাদের সংবিধানে বিশ্বাস করে না, তাদের এই দেশে থাকার কোনো অধিকার নেই। আজকে বঙ্গবন্ধুর ভাস্কর্যের ওপর আঘাত হানা হয়েছে ধর্মের নামে, ধর্মকে ব্যবহার করে। কিন্তু আরও ভাস্কর্য যেমন জিয়াউর রহমান, যিনি ক্ষমতা দখল করেছিলেন, তাঁর ভাস্কর্যের ওপর আঘাত হানা হয়নি। বিএনপি আজকে এই প্রশ্নে নিশ্চুপ। এর রহস্য আমাদের জানা দরকার। এই ভাস্কর্যের ওপর আঘাতের মাধ্যমে আমরা এক দীর্ঘ নীলনকশা দেখতে পাই।’
এ সময় তিনি আরও বলেন, দেশ যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে তখন আবার ষড়যন্ত্র করছে, মানুষকে বিভ্রান্ত করছে। আমরা চুপ করে থাকবো না। এদের অবশ্যই রুখে দিতে হবে। শুধু আইন দিয়ে নয়, এ কুচক্রী ষড়যন্ত্রকারীদের রুখতে আমরা রাস্তায় নেমেছি।
মুক্তিযোদ্ধা সংসদ ঈশ্বরদী উপজেলা শাখার সাবেক কমান্ডার ও উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ট সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না মন্ডলের সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুদ রানার সঞ্চালনায় এতে বক্তব্য দেন, ঈশ্বরদী উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান নায়েব আলী বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মখলেছুর রহমান মিন্টু, ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মাদ রশিদুল্লাহ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইছাহক আলী মালিথা, উপজেলা জাসদ সাধারণ সম্পাদক রশিদুল আলম বাবু, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী, পাবনা জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সৈয়দ আলী জিরু, পাবনা জেলা পরিষদের সদস্য শফিউল আলম বিশ্বাস ও মুক্তিযোদ্ধা আমিনুর রহমান দাদু প্রমুখ। মুক্তিযোদ্ধা সংসদ ছাড়াও পাকশী রেলওয়ে কলেজ ও জাসদের নেতাকর্মী মানববন্ধনে অংশ নেন।