১৪ই জুলাই, ২০২৫ 🔻 ৩০শে আষাঢ়, ১৪৩২🔻 ১৮ই মহর্‌রম, ১৪৪৭

ঈশ্বরদীতে বাসের ধাক্কায় মাছ ব্যবসায়ী নিহত

শেয়ার করুন:

ঈশ্বরদী (পাবনা) প্রতনিধি:পাবনার ঈশ্বরদীতে দাশুড়িয়া-লালন শাহ সেতু মহাসড়কের মুন্নার মোড় নামক স্থানে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাসের ধাক্কায় এক মাছ ব্যবসায়ী নিহত ও টেম্পু চালকসহ তিনজন আহত হয়েছেন।

শনিবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত হয়েছেন পাকশী ইউনিয়নের বাঘইল ক্লাব মোড় এলাকার মৃত আহম্মদ আলী প্রামানিকের ছেলে মাছ ব্যবসায়ী রুবেল প্রামানিক (৪৫)।
দুর্ঘটনায় নিহত হয়েছেন পাকশী ইউনিয়নের বাঘইল ক্লাব মোড় এলাকার মৃত আহম্মদ আলী প্রামানিকের ছেলে মাছ ব্যবসায়ী রুবেল প্রামানিক (৪৫)।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্থা (ওসি) শেখ নাসির উদ্দিন বলেন, মাছ ব্যবসায়ী রুবেল সকালে নাটোরের রাজাপুর থেকে মাছ কিনে রূপপুরে যাচ্ছিলেন। মিরকামারী এলাকার মুন্নার মোড় নামক স্থানে বিপরীত দিক থেকে আসা তুহিন পরিবহন নামের একটি যাত্রীবাহীবাস টেম্পুটিকে ধাক্কা দিলে চারজনই গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে ভর্তি করে। সেখানে মাছ ব্যবসায়ী রুবেলের অবস্থার অবনতি হলে সকাল ৮টার দিকে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। হাসপাতালে যাওয়ার পথে অ্যাম্বুলেন্সে তার মৃত্যু হয়।