৭ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ২২শে অগ্রহায়ণ, ১৪৩২🔻 ১৫ই জমাদিউস সানি, ১৪৪৭

ঈশ্বরদীতে মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

শেয়ার করুন:

পাবনার ঈশ্বরদী উপজেলার গোপালপুর আরামবাড়িয়া এলাকায় মোটরসাইকেল ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম দিব্য কুমার কুন্ডু (২২)। তিনি গোপালপুর আরামবাড়িয়া এলাকার মৃত পিজুস কুন্ডুর ছেলে। 

ফায়ার সার্ভিস কর্মিরা জানান, পাবনা-লালপুর মহাসড়কের গোপালপুর আরামবাড়িয়া এলাকায় মোটরসাইকেল ও বাইসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষে বাইকাইকেল চালক দিব্য কুন্ডু  ঘটনাস্থলেই নিহত হয়। উদ্ধার কাজে নেতৃত্ব দেন ইশ্বরদী ফায়ার স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মীর আমিরুল ইসলাম।