২২শে জুন, ২০২৫ 🔻 ৮ই আষাঢ়, ১৪৩২🔻 ২৫শে জিলহজ, ১৪৪৬

ঈশ্বরদীতে ৮ পা নিয়ে ছাগলের জন্ম

শেয়ার করুন:

ইছামতিনিউজ২৪.কম রিপোর্ট: আটটি পা নিয়ে ছাগলের বাচ্চার জন্ম হয়েছে ঈশ্বরদীতে। এই খবর ছড়িয়ে পড়লে তা নিজ চোখে দেখার জন্য মানুষ ভিড় জমাচ্ছে ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়নের আটঘরিয়া গ্রামের মৃত চেরাগ আলী মোল্লার ছেলে মোহাম্মদ সিদ্দিক আলী মোল্লার বাড়িতে।

মঙ্গলবার (২৫ মে) দুপুরে সকাল সিদ্দিক মোল্লার পালিত একটি ছাগল পরপর তিনটি কালো রঙের বাচ্চা প্রসব করে। এর মধ্যে একটি বাচ্চার আটটি পা রয়েছে।
এ সংবাদ লেখা পর্যন্ত (বিকেল ৬.৩০) আট’পা বিশিষ্ট বাচ্চাটি সুস্থ আছে। তবে মোট তিনটি বাচ্চার মধ্যে একটি বাচ্চা মারা গেছে। আট’পা বিশিষ্ট ছাগলের বাচ্চা জন্মানোর খবর ছড়িয়ে পড়লে এলাকার ও আশেপাশের গ্রামের মানুষ ওই বাড়িতে ভিড় জমায়।