২০শে জুলাই, ২০২৫ 🔻 ৫ই শ্রাবণ, ১৪৩২🔻 ২৪শে মহর্‌রম, ১৪৪৭

ঈশ্বরদী পৌরসভা নির্বাচন: মনোনয়ন জমা দিলেন ইছাহক মালিথা

শেয়ার করুন:

 ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে মনোনয়ন পত্র জমা দিলেন আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী ইছাহক আলী মালিথা। তিনি পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। মনোনয়নপত্র উত্তোলন ও দাখিলের শেষ দিন রোববার (২০ ডিসেম্বর) দুপুরে ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও রিটার্নিং কর্মকর্তা পিএম ইমরুল কায়েস ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ রায়হান কুদ্দুসের হাতে মনোনয়ন পত্র দাখিল করেন তিনি। মনোনয়নপত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন, ঈশ্বরদী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক মকলেছুর রহমান মিন্টু, পৌর আ’লীগের সভাপতি মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস সালাম খান, নারী ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলি, ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির সভাপতি শফিকুল ইসলাম বাচ্চু, পাবনা জেলা আ’লীগের মহিলা বিষয়ক সম্পাদক মাহজেবিন শিরিন পিয়া, উপজেলা আ’লীগের সহসভাপতি মোঃ রশিদুল্লাহ, আকরাম আলী খান, ফরিদুল আলম ফরিদ, উপজেলা কৃষকলীগের যুগ্ম সম্পাদক মুরাদ মালিথা, জেলা পরিষদ সদস্য শফিউল আলম বিশ্বাস, সাইফুল ইসলাম বাবু মণ্ডল, ইউপি চেয়ারম্যান এনামুল হক বিশ্বাস, সলিমপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক নায়েক (অবঃ) এম এ কাদের, মুলাডুলি ইউনিয়ন আ’লীগের সভাপতি আব্দুল খালেক মালিথা, সহসভাপতি আব্দুর রহমান ফান্টু মন্ডল, পৌর যুবলীগ সভাপতি আলাউদ্দিন বিপ্লব, উপজেলা ছাত্রলীগ সভাপতি রাকিবুল হাসান রনি, সাবেক সভাপতি জুবায়ের বিশ্বাস ও পাবনা-৪ আসনের এমপি নুরুজ্জামান বিশ্বাসের ছেলে তৌহিদুজ্জামান দোলন বিশ্বাস। এর আগে তাঁর অনুসারী নেতা–কর্মীরা উপজেলা পরিষদ চত্বর এলাকায় খণ্ড খণ্ড মিছিল নিয়ে জমায়েত হতে থাকে সেই সকাল থেকেই। ##