১৪ই জুলাই, ২০২৫ 🔻 ৩০শে আষাঢ়, ১৪৩২🔻 ১৮ই মহর্‌রম, ১৪৪৭

ঈশ্বরদী পৌর নির্বাচন: মনোনয়ন দাখিলের শেষ দিনে উৎসবের আমেজ

শেয়ার করুন:

 
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজন, বিশাল শোভাযাত্রা, বাদ্যযন্ত্র হাতি বা ঘোড়া নিয়ে মনোনয়ন দাখিলের দৃশ্যপট বদলেছে অনেক আগেই। তবে নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞায় সেই বর্ণিল ভোট উৎসবে টান পড়েনি।

শান্তিপূর্ণ ও সাদামাটা আয়োজনও যে উৎসবের রঙ ছড়াতে পারে তা স্বচক্ষে না দেখলে বোঝানো যাবে না। ঢাক-ঢোল পিটিয়েও যেন এমন আনন্দের দেখা মিলবেন না। মনোনয়নপত্র উত্তোলন ও দাখিলের শেষ দিন রোববার (২০ ডিসেম্বর) ঈশ্বরদীর জন্য ছিল এমনটাই। মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে পৌরসভা এলাকার ৯টি ওয়ার্ডেই উৎসবে মেতেছিল
প্রার্থী ও ভোটাররা। জয়ের ব্যাপারে পূর্ণ আস্থা রেখে উৎসবের আমেজে স্ব-স্ব মনোনয়নপত্র দাখিল করেছেন প্রতিদ্বন্দ্বী মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। সকাল থেকে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা সমর্থিত নেতাকর্মীদের সঙ্গে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র দাখিল করেন। নির্বাচনে হেভিওয়েট আওয়ামী লীগ ও বিএনপি ছাড়াও মেয়র পদে তিনজন, সাধারণ কাউন্সিলর পদে ৪৩ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৭ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। শেষ দিনে রোববার মেয়র পদে মনোনয়ন দাখিল করেছেন, ১৪ দল মনোনীত প্রার্থী পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইছাহক আলী মালিথা, বিএনপির মনোনীত প্রার্থী পাবনা জেলা ছাত্রদলের সহসভাপতি রফিকুল ইসলাম নয়ন। এর আগে শনিবার ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মওলানা মাসুম বিল্লাহ মনোনয়ন পত্র দাখিল করেন।##