১৪ই জুলাই, ২০২৫ 🔻 ৩০শে আষাঢ়, ১৪৩২🔻 ১৮ই মহর্‌রম, ১৪৪৭

এখনকার খুদে বিজ্ঞানীরাই ভবিষ্যতের কান্ডারী -শাহীনুজ্জামান

শেয়ার করুন:

এম এ আলিম রিপনঃ সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন বলেছেন  সব অন্ধকারের  বিপরীতে আগামীর পথ দেখাবে বিজ্ঞান। বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন অতীতমুখিতা বাদ দিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। এখনকার খুদে বিজ্ঞানীরাই ভবিষ্যতের কান্ডারী হিসেবে এ দায়িত্ব পালন করবে। “কোভিট ১৯ এবং স্বাস্থ্য সুরক্ষা”এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুজানগর উপজেলা প্রশাসনের আয়োজনে ৪২তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে শুরু হওয়া মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান। রবিবার উপজেলা পরিষদ হলরুমে সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রওশন আলীর সভাপতিত্বে  ও  উপজেলা ক্রীড়া সংস্থার  সাধারণ সম্পাদক আখতারুজ্জামান জর্জ এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা প্রকৌশলী আবুল হাশেম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা, সুজানগর প্রেসক্লাবের সভাপতি  ও মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শাহজাহান আলী সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেন। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রওশন আলী বলেন বিজ্ঞানের শিক্ষার্থীদের তাদের একাডেমিক অধ্যয়নের পাশাপাশি অর্থনীতি,সাহিত্যসহ অন্যান্য বিষয়েও পড়তে হবে। শুধু পাঠ্যক্রমের গন্ডিতে নিজেদের আটকে রাখলে চলবে না। স্বউদ্যোগে অন্যান্য অধ্যয়নে মনোনিবেশ করলেই একটি পরিপূর্ণ মানস তৈরি হবে। 
মেলায় আগত শিক্ষাথীরা বলেন,  বিজ্ঞান মেলা উপলক্ষে আমরা বিভিন্ন ছোট ছোট প্রয়োজনীয় প্রকল্প ও প্রকল্পের মডেল নিয়ে এখানে এসেছি। নিজেদের মডেলের পাশাপাশি অন্য শিক্ষার্থীদের মডেল দেখে আমরা অনুপ্রাণিত হচ্ছি। শিক্ষার্থীরা তাদের নিজ নিজ স্টলে তাদের উদ্ভাবিত যন্ত্র বা প্রযুক্তির উপর অতিথিবৃন্দ ও দর্শনার্থীদের কর্ম পদ্ধতি সর্ম্পকে ধারণা দেন। মেলায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১২ টি স্টল প্রদর্শিত হয়। এ সব স্টলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আবিস্কৃত পরিবেশ বান্ধব বিভিন্ন প্রকল্প স্থান পেয়েছে। এদিকে বিদ্যালয়ে বিজ্ঞানের যেসব তত্ত¡ ও তথ্য পড়ানো হয় তার আলোকে শিক্ষার্থীরা বাস্তব জীবনে দৈনদিন কাজে সহজে প্রয়োগ যোগ্য উদ্ভাবনীমূলক যন্ত্র বা প্রযুক্তি তৈরি করে  প্রদর্শনীর ব্যবস্থা করা হয় এই বিজ্ঞান মেলায়।