২০শে জুলাই, ২০২৫ 🔻 ৫ই শ্রাবণ, ১৪৩২🔻 ২৪শে মহর্‌রম, ১৪৪৭

এনজিও কিস্তির দুঃসহ চাপে জীবন দিলেন ডিম বিক্রেতা

শেয়ার করুন:

এনজিও থেকে ঋণ নিয়ে পরিশোধে ব্যর্থ হয়ে আত্মহত্যা করেছেন পাবনার সাঁথিয়া বাজারে রহম নামে এক ডিম ব্যবসায়ী

একাধিক ব্যাংক ও বেসরকারি সংস্থা (এনজিও) থেকে ঋণ নিয়ে পরিশোধে ব্যর্থ হয়ে আত্মহত্যা করেছেন পাবনার সাঁথিয়া বাজারে রহম নামে এক ডিম ব্যবসায়ী। সে সাঁথিয়া বাজারে দোকানের সামনে ফুটপাতে সিদ্ধ ডিম বিক্রি করতো।

বুধবার (১৮ জুন) বিকেলে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। নিহত রহম পিপুলিয়া গ্রামের মৃত মতলেবের ছেলে।

সাঁথিয়া থানার ওসি আনিসুর রহমান জানান, ‘এনজিওর ঋণের টাকা পরিশোধ করতে না পারায় রহম আত্মহত্যা করেছেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।’

নিহতের স্বজনেরা জানান, বাজারে ডিমের ব্যবসা করতে ‘রহম আলী ব্র্যাক ব্যাংক, গ্রামীণ ব্যাংক, ্আশা, টিএমএস, সমিতি নামের বেশ কয়েকটি এনজিও থেকে কয়েক লক্ষ টাকা ঋণ নেন। এসব টাকার কিস্তির চাপ হয়তো সহ্য করতে পারছিলেন না রহম । তাই তিনি আত্মহত্যা করেছেন। তারা আরও বলেন, সপ্তাহে ৭ থেকে ৮হাজার টাকা কিস্তি দিতে হতো তাকে। সামান্য ডিম বিক্রি করে কিস্তি দিতে অসাধ্য হয়ে উঠতো