১৬ই জুন, ২০২৫ 🔻 ২রা আষাঢ়, ১৪৩২🔻 ১৯শে জিলহজ, ১৪৪৬

এফএ-এর পক্ষ থেকে পাবনা জেলা প্রশাসককে বিদায়ী সংবর্ধনা প্রদান

শেয়ার করুন:

 

এম এ আলিম রিপনঃ ভূমি মন্ত্রণালয়ে বদলির আদেশপ্রাপ্ত পাবনার জেলা প্রশাসক  কবীর মাহমুদকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।  পাবনা শহরের কাজী প্লাজার ৩য় তলায়  বিএফএ-এর নিজস্ব ভবনে বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েসন(বিএফএ) পাবনা জেলা শাখার পক্ষ থেকে শনিবার দুপুর ৩টায় জেলা প্রশাসক কবীর মাহমুদ কে এ  বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েসন(বিএফএ) পাবনা জেলা শাখার সভাপতি ও পাবনা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান  আলহাজ্ব মোশারফ হোসেনের সভাপতিত্বে এবং বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েসন(বিএফএ) পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক ও সুজানগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদের রোকনের সঞ্চালনায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায়ী জেলা প্রশাসক  কবীর মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) শাহেদ পারভেজ, বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েসন(বিএফএ) পাবনা জেলা শাখার সহ সভাপতি  আলহাজ্ব মোহাম্মদ আলী, মোস্তাফিজুর রহমান,আব্দুল কুদ্দুস,হাসান আলী, যুগ্ন সম্পাদক হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক রওশন আলী ও শ্রী অলোক কুমার, কোষাধ্যক্ষ  নজরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে  বিদায়ী জেলা প্রশাসকের উদ্দ্যেশে (বিএফএ)এর নেতৃবৃন্দ  পাবনার উন্নয়নে জেলা প্রশাসক কবীর মাহমুদের বিভিন্ন কর্মকান্ড ও তার দক্ষ ভূমিকা নিয়ে স্মৃতিচারণ করেন। পরে বিদায়ী সংবর্ধনা নিতে গিয়ে জেলা প্রশাসক কবীর মাহমুদ তার বক্তব্যে বলেন, আমি এই জেলাকে আমার নিজের মত করে দেখেছি। এজন্য আপনারা জানেন আমি চেষ্টা করেছি ভালো কিছু উপহার দিতে। কাজ করতে গিয়ে অনেক কাজ শেষ করেছি আবার কিছু কাজ অসম্পূর্ণ রয়ে গেছে। আমি বিশ্বাস করি সে কাজগুলোও শেষ হবে।