বাংলাদেশের ক্রীড়াঙ্গনে যুক্ত হলো এক নতুন সোনালি অধ্যায়। সিঙ্গাপুরে অনুষ্ঠিত “এশিয়া কাপ আর্চারি ২০২৫”-এর দ্বিতীয় পর্বে রিকার্ভ এককে স্বর্ণপদক জিতে দেশের জন্য গৌরব বয়ে এনেছেন পাবনার সাঁথিয়া উপজেলার কৃতি সন্তান আব্দুর রহমান আলিফ। জাতীয় পতাকা উড়িয়েছেন বিশ্বমঞ্চে, বাজিয়েছেন জাতীয় সংগীত।
বিশ্বমানের এই প্রতিযোগিতায় আলিফ জাপানের আর্চারকে ৬-৪ সেট পয়েন্টে পরাজিত করে প্রথমবারের মতো আন্তর্জাতিক একক স্বর্ণপদক অর্জন করেন। এই সাফল্য বাংলাদেশের আর্চারি ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে।
এই গৌরবময় অর্জনের পর থেকেই আলিফের গ্রামের বাড়ি সাঁথিয়া উপজেলার চৌবাড়িয়া গ্রামে বইছে আনন্দের বন্যা। এলাকায় মিষ্টি বিতরণ, আনন্দ র্যালি, দোয়া মাহফিল—সব মিলিয়ে এক উৎসবমুখর পরিবেশ। সামাজিক যোগাযোগমাধ্যমে স্থানীয় বাসিন্দারা তাকে নিয়ে গর্ব প্রকাশ করছেন এবং তাকে “সাঁথিয়ার গর্ব”, “বাংলাদেশের অহংকার” বলে অভিহিত করছেন।
আলিফ বলেন, “এই পদক শুধু আমার নয়, এটি গোটা বাংলাদেশের। দেশের পতাকা মাথা উঁচু করে ওড়াতে পেরে আমি গর্বিত। স্বপ্ন দেখি একদিন অলিম্পিকেও দেশের জন্য পদক আনবো।”
বাংলাদেশ আর্চারি ফেডারেশনের কর্মকর্তারা জানান, আলিফের এই কৃতিত্ব দেশের তরুণদের আর্চারির মতো অলিম্পিক ইভেন্টে আগ্রহী করে তুলবে। তাঁরা তাকে আন্তর্জাতিক প্রস্তুতি ও অলিম্পিক ক্যাম্পে অন্তর্ভুক্ত করার কথাও জানান।
এদিকে স্থানীয় প্রশাসন এবং জনপ্রতিনিধিরাও তার এই সাফল্যে আনন্দ প্রকাশ করেছেন। সাঁথিয়াবাসীর দাবি, আলিফ যেন রাষ্ট্রীয়ভাবে সম্মানিত হন এবং তার জন্য একটি স্থায়ী আর্চারি প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হয়।
বাংলাদেশের ক্রীড়া ইতিহাসে আলিফ এখন এক উজ্জ্বল তারকা, যার চোখে ভবিষ্যতের অলিম্পিক গৌরব।