১৭ই জুন, ২০২৫ 🔻 ৩রা আষাঢ়, ১৪৩২🔻 ২০শে জিলহজ, ১৪৪৬

করোনামুক্ত হলেন মাশরাফীর স্ত্রী সুমনা হক

শেয়ার করুন:

নিজস্ব
প্রতিবেদন:
করোনাযুদ্ধে জয়ী হয়েছেন বাংলাদেশ ক্রিকেটের সফল অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজার
স্ত্রী সুমনা হক।
শুক্রবার
(১৭ জুলাই) ফেসবুকে এক স্ট্যাটাসে সুমনা লেখেন, ‘রিপোর্ট নেগেটিভ, আলহামদুলিল্লাহ শান্তি।
আমি সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ এবং যারা আমার জন্য যারা দোয়া করেছেন।’
দ্বিতীয়
দফায় পজিটিভ ফলাফল আসে স্ত্রী সুমির। এতে কিছুটা উদ্বিগ্ন হয়ে দেশবাসীর কাছে দোয়া চেয়েছিলেন
মাশরাফী। অবশেষে তৃতীয় টেস্টে ফলাফল নেগেটিভ এসেছে।
উল্লেখ্য,
দীর্ঘদিন করোনায় আক্রান্ত ছিলেন মাশরাফীসহ গোটা পরিবার। গত ২০ জুন করোনায় আক্রান্ত
হন মাশরাফী। বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছিলেন তিনি।
এরইমধ্যে
জানা যায়, মাশরাফীর পর ছোট ভাই মোরসালিন ও স্ত্রী সুমনা হকও করোনায় আক্রান্ত হন। তিন
দফা করোনা টেস্ট করে অবশেষে ১৪ জুলাই করোনা নেগেটিভ হন মাশরাফী ও ছোট ভাই মোরসালিন।