২০শে জুলাই, ২০২৫ 🔻 ৫ই শ্রাবণ, ১৪৩২🔻 ২৪শে মহর্‌রম, ১৪৪৭

করোনায় আক্রান্ত হলেন বিএমএ নেতা ডাঃ এম এ আওয়াল

শেয়ার করুন:

 

সাঁথিয়া সংবাদদাতাঃ বাংলাদেশ মেডিক্যাল এসাসিয়েশন(বিএমএ) নেতা অধ্যাপক ডাঃ আঃ আওয়াল (৬২) করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি নিজেই পোষ্ট করেনে গত বুধবার। গত সপ্তাহে জক্ষ কাশি হলে করোনা টেষ্ট দেন। গত বুধবারে পজিটিভ ফল আসে। তাঁর ফুস ফুসে ইনফেকশন হয়েছে, প্রতি ঘন্টায় পর্যাবেক্ষণে রাখা  হয়েছে। তিনি বাসাতেই অবস্থান করছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ডাঃ আবাদুল আওয়ালের বড় মেয়ে জেরিন আলভি। ডাঃ আঃ আওয়াল পাবনার বেড়া উপজেলার বনগ্রাম গ্রামের শফিউদ্দিনের ছেলে। তিনি সাবেক অধ্যাপক ও বিভাগীয় প্রধান (ইউরিলোজী) স্যার সলিমূল্লাহ মেডিক্যাল কলেজ (মিডফোর্ড) ঢাকায় কর্মরত ছিলেন। তার পরিবার সকলের দোয়া কামনা করছেন