২৩ আগষ্ট সোমবার দুপুর ১২ ঘটিকার সময় পাবনা জেলার আমিনপুর থানার কাশীনাথপুর ফুলবাগান এই আলোচনা অনুষ্ঠিত হয়।
সি,এন,জি,মালিক,চালক,মাইক্রো বাস মালিক, চালক,
নোছিমন, অটোরিকসা চালকগণ এবং স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবর্গ আলোচনায় অংশগ্রহণ করেন । সি এন জি মালিক সসমিতির সভাপতি, নাজমুল বাসার বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,মাইক্রো বাস মালিক সমিতির সভাপতি, মোঃ মোকলেছুর রহমান মুকুল।
প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন আমিনপুর থানার অফিসার ইনচার্জ মোঃ রওশন আলম,প্রধান আলোচক,তার আলোচনায়, সি,এন,জি, নোছিমন, অটোরিকসা চালকদের উদ্দেশ্যে বিভিন্ন রকম,দিক নির্দেশনা মুলক পরামর্শ দিয়ে বক্তব্য রাখেন ।
চালদের উদ্দেশ্যে বলেন, ইতিমধ্যে জেলার কয়েকটি উপজেলায় বেশকিছু সি এন জি, অটোরিকসা, মাইক্রবাস ছিনতাই হয়েছে বলে আমাদের নিকট খবর এসেছে,সুতরাং আপনারা জারা চালক,আপনাদের চোখ কান খোলা রেখে চলতে হবে। মাদকের কোন সন্ধান পেলে থানার কমন মোবাইল নাম্বারে সরাসরি জানানোর আহবান জানান।
উক্ত আলোচনা সভায়,অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সি,এন,জি,মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান জাহিদ প্রমুক্ষ।