১২ই নভেম্বর, ২০২৫ 🔻 ২৭শে কার্তিক, ১৪৩২🔻 ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭

ক্যানসার হাসপাতালকে প্রতিশ্রুতির ১ কোটি টাকা দিচ্ছে জামায়াত

ক্যানসার হাসপাতালকে প্রতিশ্রুতির ১ কোটি টাকা দিচ্ছে জামায়াত

শেয়ার করুন:

জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালকে প্রতিশ্রুত ১ কোটি টাকা হস্তান্তর করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর পৌনে ২টায় হাসপাতাল কর্তৃপক্ষের কাছে এই টাকা হস্তান্তর করা হবে।

রোববার (৩১ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য ও ঢাকা মহানগরী উত্তর আমির মোহাম্মদ সেলিম উদ্দীন ও ঢাকা-১৭ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. এস এম খালিদুজ্জামান এই টাকা হস্তান্তর করবেন।

এর আগে গত ১৮ আগস্ট জামায়াতের পক্ষ থেকে হাসপাতালের উন্নয়নের জন্য এক কোটি টাকার অনুদান ঘোষণা করা হয়।

ওইদিন ডা. এস এম খালিদুজ্জামান বলেন, ‘জামায়াত ক্ষমতায় আসলে রাজনৈতিক ও সরকারি আমলাদের চিকিৎসা দেশে করানো বাধ্যতামূলক করা হবে।’



সুত্রঃ কালবেলা