১৬ই নভেম্বর, ২০২৫ 🔻 ১লা অগ্রহায়ণ, ১৪৩২🔻 ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৭

গাজায় চেষ্টা করেও বাঁচানো যায়নি ইসরায়েলের সেনাকে

শেয়ার করুন:

গাজার লড়াইয়ে হামাসের হাতে ইসরায়েলের স্টাফ-সার্জেন্ট চালাচেও শিমন ডেমালাশ নিহত হয়েছেন। তিনি নাহাল ব্রিগেডের ৯৩২তম ব্যাটালিয়নে দায়িত্বে ছিলেন এবং উত্তর গাজার শেখ রাদওয়ান অঞ্চলের একটি নিরাপদ আউটপোস্টে পাহারায় ছিলেন।

মেডিকেল টিম তাকে বাঁচানোর চেষ্টা করলেও ঘটনাস্থলে তাকে মৃত ঘোষণা করা হয়। ইসরায়েলি সেনাবাহিনী হামাস স্নাইপারকে ধরার জন্য আকাশ বাহিনীসহ অভিযান চালালেও সফল হয়নি। ডেমালাশের মৃত্যু নিয়ে ৭ অক্টোবরের পর থেকে নিহত আইডিএফ সেনার সংখ্যা দাঁড়িয়েছে ৯১২ জনে।

প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ টুইটারে তার পরিবারকে সমবেদনা জানিয়ে বলেন, ইসরায়েল তার সাহসিকতাকে সম্মান জানাচ্ছে এবং আমরা আমাদের সব সৈন্যদের সঙ্গে শত্রুদের পরাজিত করতে লড়াই চালিয়ে যাব।

গত সপ্তাহে আরও পাঁচজন আইডিএফ সেনা গাজায় নিহত হয়েছেন। সূত্র : জেরুজালেম পোস্ট