১৩ই নভেম্বর, ২০২৫ 🔻 ২৮শে কার্তিক, ১৪৩২🔻 ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৭

 গাজায় দুর্ভিক্ষ হচ্ছে কি না, জানালেন জাতিসংঘ মহাসচিব

শেয়ার করুন:

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস শুক্রবার সতর্ক করে বলেছেন, গাজা এক মানবসৃষ্ট দুর্ভিক্ষের মুখে পড়েছে। তিনি এই পরিস্থিতিকে মানবতার ভয়াবহ ব্যর্থতা ও নৈতিক পরাজয় হিসেবে আখ্যা দেন।

গুতেরেস এক বিবৃতিতে বলেন, গাজায় যে অবস্থা তৈরি হয়েছে, সেটিকে এখন আনুষ্ঠানিকভাবে দুর্ভিক্ষ বলা হচ্ছে। কিন্তু যারা পদক্ষেপ নেওয়ার দায়িত্বে আছেন, তারা সেই দায়িত্ব পালন করছেন না।

তিনি আরও বলেন, সংকট কেবল খাদ্য ঘাটতির মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি আন্তর্জাতিক আইনে দখলদার শক্তি হিসেবে ইসরায়েলের দায়িত্বকেও সামনে নিয়ে এসেছে।

এর আগে জাতিসংঘ সমর্থিত ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন নেটওয়ার্কের সর্বশেষ জরিপে গাজায় দুর্ভিক্ষ চলছে বলে নিশ্চিত করা হয়। রিপোর্টে জানানো হয়, সেপ্টেম্বরে শেষ নাগাদ দেইর আল-বালাহ এবং খান ইউনিসেও দুর্ভিক্ষ ছড়িয়ে পড়তে পারে।

মূল্যায়নে দেখা গেছে, গাজার অর্ধেকেরও বেশি মানুষ তীব্র খাদ্য সংকটে রয়েছে। এর মধ্যে পাঁচ লাখের বেশি মানুষ ইতোমধ্যেই ‘ফেজ ৫’ বা সবচেয়ে ভয়াবহ স্তরে পৌঁছেছে, যা অপরিবর্তনীয় ক্ষতির ইঙ্গিত দেয়। আরও প্রায় ১০ লাখ মানুষ ‘ফেজ ৪’ বা জরুরি পর্যায়ের ক্ষুধার মধ্যে আছে।

অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই প্রতিবেদনের কঠোর সমালোচনা করে বলেছেন, এটি সম্পূর্ণ মিথ্যা। তিনি দাবি করেন, ইসরায়েল গাজার সাধারণ মানুষের কাছে মানবিক সহায়তা পৌঁছে দিতে সহযোগিতা করছে।

এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে চলমান সংঘাতে এখন পর্যন্ত ৬২ হাজার ২৬৩ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে ১ লাখ ৫৭ হাজার ৩৬৫ জন। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। শুধু গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ত্রাণ বহনকারী কাফেলা ও বিতরণকেন্দ্রে ২৪ জন নিহত এবং ১৩৩ জন আহত হয়েছে।