১৩ই নভেম্বর, ২০২৫ 🔻 ২৮শে কার্তিক, ১৪৩২🔻 ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৭

গাজা অভিমুখে শহিদুল আলম, তারেক রহমানের ফেসবুক পোস্ট

শেয়ার করুন:

গাজা অভিমুখী আন্তর্জাতিক ফ্লোটিলায় যোগ দেওয়ার মাধ্যমে মানবিক সংহতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন বাংলাদেশের বিশিষ্ট আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম। তার এই সাহসী উদ্যোগের প্রশংসা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার এক ফেসবুক পোস্টে তারেক রহমান লিখেছেন, ‘গাজাগামী ফ্লোটিলায় শহিদুল আলমের পদক্ষেপ কেবল সংহতি প্রকাশ নয়, এটি বিবেকের গর্জন। বাংলাদেশের পতাকা বহন করে তিনি বিশ্বকে স্মরণ করিয়ে দিয়েছেন, এ দেশের মানুষ কখনো নিপীড়ন ও অন্যায়ের কাছে মাথা নত করে না।’ তিনি আরও উল্লেখ করেন, বিএনপি শহিদুল আলম ও ফিলিস্তিনের জনগণের পাশে আছে এবং সব সময় থাকবে।

উল্লেখ্য, গাজার তথ্য ও সংবাদ অবরোধ ভাঙার লক্ষ্যে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের (এফএফসি) মিডিয়া ফ্লোটিলায় প্রথম বাংলাদেশি হিসেবে যোগ দিয়েছেন শহিদুল আলম। এই ফ্লোটিলা বৈশ্বিক প্রচেষ্টা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার অংশ, যা ইসরায়েলের অবৈধ অবরোধ ভেঙে গাজায় সরাসরি ত্রাণ পৌঁছাতে কাজ করছে।

শুক্রবার জাহাজ ‘কনশান্স’ থেকে ফেসবুক ভিডিও বার্তায় শহিদুল আলম দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন,
‘আমরা একেবারেই প্রতিজ্ঞাবদ্ধ, আমরা গাজা পর্যন্ত যাব এবং কোনো বাধাই মানব না।’

এই কনশান্স জাহাজটি এফএফসি ও থাউজেন্ড ম্যাডলিনস টু গাজা (টিএমটিজি)-এর যৌথ উদ্যোগের অংশ। এতে বিশ্বের বিভিন্ন দেশের অধিকারকর্মীরা অংশ নিচ্ছেন।