১১ই নভেম্বর, ২০২৫ 🔻 ২৬শে কার্তিক, ১৪৩২🔻 ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭

পাবনার সাঁথিয়ায় গৃহবধুকে পিটিয়ে হত্যার অভিযোগ

শেয়ার করুন:

পাবনার সাঁথিয়ায় গৃহবধুকে পিটিয়ে হত্যার অবিযোগ উঠেছে স্বামী ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে।

নিহত গৃহবধু উপজেলার পাগলা গ্রামের শাকিল হোসেনের স্ত্রী খাদেজা (২৩)। সে আত্রাইশুকা গ্রামের সাইদুলের মেয়ে।
জানাযায, আজ শুক্রবার বিকেলে খাদিজার সয়ন ঘর থেকে স্থানীয়রা তার মৃত দেহ বের করে। এ সময স্বামী শাকিল ও তার পরিবারের সদস্যরা এ সময বাড়িতে ছিল না। এলাকাবাসী বাড়ির সকল ঘরে তালাবদ্ধ অবস্থায় দেখতে পান।
ঘটনার পর থেকেই স্বামী শাকিলসহ তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছে।

নিহত খাদেজার ভাই রকি হোসেন জানান, বিয়ের পর থেকেই আমার বোনকে পরিবারের সদস্যরা শারীরিক নির্যাতন করে আসছিল।
ঘটনার দিন ৯ মে সকালে আমার বোনের স্বামী শাকিল খাদেজাকে মারপিট করে। পরে পরিবারের অন্য সদস্যরা তাকে মারপিট করলে খাদেজা মারা যান। তার শরীরে মারপিটের চিহৃ রয়েছে।
তিনি আরও জানান, প্রায় ১ বছর আগে পাগলা গ্রামের আবুল কালামের ছেলে শাকিলের সাথে আমার বোন খাদেজার বিযে হয়েছিল।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান জানান, হত্যা কান্ডের সংবাদ পেয়ে ঘটনা স্থল থেকে লাশ উদ্ধার করে পাবনা মর্গে প্রেরণের প্রস্তুতি নেযা হচ্ছে। ময়না তদন্তের রির্পোট পেলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।