১৪ই জুলাই, ২০২৫ 🔻 ৩০শে আষাঢ়, ১৪৩২🔻 ১৮ই মহর্‌রম, ১৪৪৭

ঘাসের ক্ষেতে বিষ প্রযোগে প্রায় ২০ হাজার টাকার ক্ষতির

শেয়ার করুন:

সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ায় নিভিযান ইরানী ঘাসের ক্ষেতে ঘাস মারা বিষ প্রযোগে প্রায় ২০ হাজার টাকার ক্ষতি অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে শনিবার (১৪ জুন) সকালে উপজেলার দারড়মুদা গ্রামে।
থানার অভিযোগ সুত্রে জানাযায়, উপজেলার দাড়ামুদা গ্রামের মৃত ময়েন উদ্দিনের ছেলে আরিফুল ইসলামের সাথে একই গ্রামের মৃত আফাজ শেখের ছেলে চাঁদু গংদের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় গত শনিবার (১৪ জুন) সকাল সাগে ৯টায় চাঁদুর নেতৃত্বে ১৪/১৫ জন সঙ্গবদ্ধ হয়ে দেশী তৈরী অস্ত্রসস্ত্র নিয়ে আরিফুল ইসলমের ৪৮ শতাংশ জমিতে নিভিয়ান ইরানীর জমিতে ঘাস মারা বিষ প্রয়োগ করায় প্রায় ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে। এব্যাপারে সাঁথিয়া থানায় ১৫জনের নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করেছে ক্ষতিগ্রস্থ আরিফুল ইসলাম।
রবিউল ইসলাম জানান, নিভিয়ান ইরানী ঘাস জমিতে একবার রোপন করলে ২/৩ বছর ধরে ঘাস কাটা যায়। প্রতি বিঘা জমি থেকে প্রায় ৮০ থেকে ৯০ হাজার টাকার ঘাস কাটা যায়। তাদের সাথে বিরোধ থাকতে পারে তাই বলে ঘাস মারা বিষ প্রয়োগ করা কি ঠিক। সুষ্ঠু বিচার হওয়া প্রয়োজন।
সাঁথিয়া থানার ভার প্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান জানান, অভিযোগ পেয়েছি তদস্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।