২২শে জুন, ২০২৫ 🔻 ৮ই আষাঢ়, ১৪৩২🔻 ২৫শে জিলহজ, ১৪৪৬

চাঁদপুরে নির্বাচনী সহিংসতায় নিহত ২

শেয়ার করুন:

ইছামতিনিউজ২৪.কম রিপোর্ট: চাঁদপুরের হাইমচর-কচুয়ায় নির্বাচনী সহিংসতায় দুজন নিহত হয়েছেন। বুধবার (৫ জানুয়ারি) দুপুরে হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের বাহের চর ও কচুয়া উপজেলার সাচার ইউনিয়নের নয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মোল্লা জানান, উপজেলার নীলকমল দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের ৩০০ মিটার দূরে একজনের মরদেহ পাওয়া গেছে। প্রাথমিকভাবে তাকে বহিরাগত বলে ধারণা করা হচ্ছে। তাৎক্ষণিক তার পরিচয় পাওয়া যায়নি।

অপরদিকে কচুয়া উপজেলার সাচার ইউনিয়নে দুই মেম্বার প্রার্থীর মধ্যে সংঘর্ষে শরীফ হোসেন নামের একজন নিহত হয়েছেন। তিনি ইউনিয়নের হাতিরবন্ধ গ্রামের শহীদুল্লাহর ছেলে।

পুলিশ সুপার মো. মিলন মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’