১৭ই জুন, ২০২৫ 🔻 ৩রা আষাঢ়, ১৪৩২🔻 ২০শে জিলহজ, ১৪৪৬

চাঁদভায় নৌকার নির্বাচন করায় গাফফারের বাড়িঘর হামলা ভাংচুর, ধারালো চাকু উদ্ধার

শেয়ার করুন:

আটঘরিয়া(পাবনা) প্রতিনিধি ঃপাবনার আটঘরিয়া চাঁদভা ইউনিয়নে নৌকার নির্বাচন করায় ভরতপুর গ্রামের গাফফারের বাড়িঘর গভীর রাতে অর্তকিত হামলা, বাড়িঘর কুপিয়ে ভাংচুর করেছে দূর্বৃত্তরা। এসময় ঘটনাস্থল থেকে জনতা একটি ধারালো চাকু উদ্ধার করেছে। ঘটনাটি ঘটেছে গত ৫জানুয়ারি বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে।