১৪ই জুলাই, ২০২৫ 🔻 ৩০শে আষাঢ়, ১৪৩২🔻 ১৮ই মহর্‌রম, ১৪৪৭

চাকরিচ্যুতির নতুন বিধান বাতিলের দাবিতে সচিবালয় উত্তাল

শেয়ার করুন:

সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ বাতিলের দাবিতে সচিবালয়ে মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেছেন কর্মকর্তা ও কর্মচারীরা। বাদামতলা থেকে মিছিল শুরু করে তারা মন্ত্রিপরিষদ বিভাগের নতুন ভবনের নিচে অবস্থান নেন এবং সমবেত হন বিক্ষোভ সমাবেশে। ‘নিবর্তনমূলক কালো আইন’ বাতিল না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম। ফোরামের কো-চেয়ারম্যান মো. বাদিউল কবীর ও মো. নুরুল ইসলাম, কো-মহাসচিব মো. নজরুল ইসলামসহ বিভিন্ন নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২২ মে উপদেষ্টা পরিষদের সভায় এই অধ্যাদেশের খসড়া অনুমোদন এবং ২৫ মে এটি জারি করা হয়। এতে বলা হয়, চার ধরনের শৃঙ্খলাভঙ্গের অপরাধে বিভাগীয় মামলা ছাড়াই কেবল কারণ দর্শানোর নোটিশ দিয়ে চাকরিচ্যুত করা যাবে। আইনটি জারির পর থেকেই তা নিয়ে সচিবালয়জুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

এর আগে, আন্দোলন থামাতে আইন উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, “এই আইনে পুনর্বিবেচনার সুযোগ রয়েছে। আমি নিজে প্রণয়ন পর্যায়ে যুক্ত ছিলাম না, কিন্তু দেখে মনে হয়েছে সংশোধনের প্রয়োজন আছে।”

সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা এই আইনকে গণতন্ত্রবিরোধী ও চাকরিজীবীদের নিরাপত্তাহীনতায় ফেলবে বলে মনে করছেন। তারা জানিয়েছেন, দাবি আদায় না হলে এ আন্দোলন মাঠ প্রশাসন পর্যন্ত ছড়িয়ে দেওয়া হবে।