চাটমোহর (পাবনা) প্রতিনিধি
চাটমোহর উপজেলার নিমাইচড়া পূর্বপাড়া গ্রামে গ্যাস ট্যাবলেট (কীটনাশক) খেয়ে আত্মহত্যা করেছে মালেকা খাতুন (৪২) নামের এক গৃহবধূ। সে ওই গ্রামের আবু সামার স্ত্রী। বৃহস্পতিবার দিবাগত রাত ১০টার দিকে সবার অগোচরে মালেকা ঘরে রাখা গ্যাস ট্যাবলেট খায়। বিষয়টি জানার পর বাড়ির লোকজন তাকে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে রাতেই পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। রাত ২টার দিকে পাবনা নেওয়ার পথে মারা যায় ওই গৃহবধূ। পারিবারিক কলহের কারণে সে আত্সহত্যা করেছে বলে প্রতিবেশীরা জানান।
চাটমোহর থানার ওসি মে.আমিনুল ইসলাম জানান,খবর পেয়ে শুক্রবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠিয়েছে। থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা হয়েছে।
Post Views: 14