১৫ই জুন, ২০২৫ 🔻 ১লা আষাঢ়, ১৪৩২🔻 ১৮ই জিলহজ, ১৪৪৬

চাটমোহরে দেড়কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

শেয়ার করুন:

চাটমোহর (পাবনা) প্রতিনিধি: পাবনার চাটমোহরে দেড় কেজি গাঁজাসহ দুই মাদকদ্রব্য ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় মাদক পরিবহণের দায়ে তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। শুক্রবার (৩ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে চাটমোহর-মান্নাননগর সড়কের হান্ডিয়াল ভাঙ্গা ব্রিজের পাশ থেকে তাদেরকে আটক করে গাঁজা ও মোটরসাইকেল জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলেন সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বারুহাস গ্রামের হায়দার আলীর ছেলে রাজন খান (৩৫) ও ওমর আলীর ছেলে আনোয়ার হোসেন (৩০)।     

চাটমোহর থানার ওসি মুহাম্মদ আনোয়ার হোসেন জানান,চাটমোহর উপজেলার হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টহল দল শুক্রবার ভোরে হান্ডিয়াল ভাঙ্গা ব্রিজের দক্ষিণে মেমাটরসাইকেল আরোহীদের থামিয়ে তল্লাশী চালায়। এসময় তাদের কাছে ব্যাগে থাকা দেড় কেজি গাঁজা পাওয়া যায়। পুলিশ গাঁজা ও তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করে। আটককৃতরা তাড়াশ থেকে গাঁজা নিয়ে সিরাজগঞ্জের বাঘাবাড়ি যাচ্ছিল বলে পুলিশের জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে। ওসি আরো জানান,এ ব্যাপারে চাটমোহর থানায় মামলা হয়েছে। শুক্রবার তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে।