১৫ই জুন, ২০২৫ 🔻 ১লা আষাঢ়, ১৪৩২🔻 ১৮ই জিলহজ, ১৪৪৬

চাটমোহরে শিশুকন্যাকে ধর্ষন চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

শেয়ার করুন:

চাটমোহর (পাবনা) প্রতিনিধি: পাবনার চাটমোহরে ৮ বছরের এক শিশুকন্যাকে ধর্ষন চেষ্টার অভিযোগে পুলিশ এক বৃদ্ধকে গ্রেফতার করেছে। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের সোনাবাজু গ্রামে। গ্রেফতারকৃত হলেন ওই গ্রামের মৃত রইজ উদ্দিনের ছেলে মুক্তার হোসেন (৫৫)। পেশায় সে আইসক্রিম বিক্রেতা। জানা গেছে,বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে সোনাবাজু গ্রামের ইয়াকুব আলীর মেয়ে ওই শিশুটি খেলার সময় প্রতিবেশী মুক্তার হোসেনের বাড়িতে যায়। বাড়িতে কেউ না থাকায় বৃদ্ধ মুক্তার হোসেন মিশুটিকে আদর করার ছলে পোশাক খুলে ধর্ষনের অপচেষ্টা চালায়। এসময় শিশুটির কান্নাকাটিতে অন্য প্রতিবেশিরা এগিয়ে এসে মুক্তার হোসেনকে আটক করে। খবর পেয়ে হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নুরুজ্জামান ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধ মুক্তারকে আটক করেন। চাটমোহর থানার ওসি মুহাম্মদ আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,এ ব্যাপারে চাটমোহর থানায় শিশুটির পিতা ইয়াকুব আলী বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত মুক্তার হোসেনকে শুক্রবার আদালতে জেলহাজতে পাঠানো হয়েছে।