১৭ই জুন, ২০২৫ 🔻 ৩রা আষাঢ়, ১৪৩২🔻 ২০শে জিলহজ, ১৪৪৬

চাটমোহরে হত্যা মামলার চার আসামী গ্রেফতার

শেয়ার করুন:

চাটমোহর (পাবনা) প্রতিনিধি:পাবনার চাটমোহর থানা পুলিশ গত মঙ্গলবার (৮ জুন) চাটমোহর ও পাশর্^বর্তী ভাঙ্গুড়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার পলাতক ৪ জন আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেস উপজেলার নিমাইচড়া ইউনিয়নের খন্দবাড়িয়া গ্রামের দিলবর প্রাং এর ছেলে শাহীন আলম (২৫) ও শাহাদত হোসেন (২৭),মিজানুর রহমানের ছেলে আঃ আলীম (৩০) এবং বাদশা প্রাং এর ছেলে মোজাম্মেল হক (৪৮)। এরা সবাই চাটমোহর উপজেলার সমাজ বাজারের চাঝ্চল্যকর পলাশ (৩০) হত্যা মামলার আসামী। চলতি বছরের ১৯ মার্চ পলাশ বাড়ি থেকে নিখোঁজ হয়। ২০ মার্চ তার মৃতদেহ সমাজ বাজারের পাশের একটি খালের কাদার মধ্যে পাওয়া যায়। এ ঘটনায় পুলিশ আনোয়ার হোসেন ও মিন্টু হোসেন নামে ২ জনকে আটক করে। তারা নিজেদের দোষ স্বীকার করে উল্লেখিত ৪ জনের সম্পৃক্ততার কথা আদালতে বলেন। ঘটনার পর থেকেই এই ৪ জন পলাতক ছিলেন।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আমিনুল ইসলাম জানান,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পলাশ হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক এই ৪জনকে আটক করা হয়েছে। বুধবার তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।