১৭ই জুন, ২০২৫ 🔻 ৩রা আষাঢ়, ১৪৩২🔻 ২০শে জিলহজ, ১৪৪৬

চাটমোহর মডেল মসজিদ উদ্বোধন

শেয়ার করুন:

চাটমোহর (পাবনা) প্রতিনিধি: দেশের প্রতিটি জেলা ও উপজেলায় নির্মাণাধীন ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মধ্যে মুজিববর্ষ উপলক্ষে প্রথম পর্যায়ে ৫০টি মসজিদের সাথে বৃহস্পতিবার (১০ জুন) পাবনার চাটমোহরে নবনির্মিত দৃষ্টিনন্দন মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।

ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তন ও ৫০টি মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে একসাথে ৫০টি মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন ঘোষনা করেন। এরপর তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেন।
পাবনার চাটমোহরে মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধনকালে পাবনা জেলা প্রশাসক কবীর মাহমুদ,পুলিশ সুপার মহিবুল ইসলাম খান বিপিএম,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আফরোজা আখতার,চাটমোহর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মো.আ. হামিদ মাস্টার,উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সৈকত ইসলাম,সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ শারমিন ইসলাম,ইসলামিক ফাউন্ডেশন পাবনার উপ-পরিচালক মো.ইমামুল ইসলাম,সহকারী পরিচালক মো.রিয়াজুল ইসলাম,থানার অফিসার ইনচার্জ মো.আমিনুল ইসলাম,ভাইস চেয়ারম্যান ইসাহক আলী মানিক,দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েলসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান,রাজনৈতিক নেতৃবৃন্দ,সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর উদ্বোধন শেষে জেলা প্রশাসকসহ অতিথিবৃন্দ মসজিদের দোতলায় স্থাপিত ফলক উন্মোচন করেন ও দোয়ায় অংশ নেন।