১৩ই নভেম্বর, ২০২৫ 🔻 ২৮শে কার্তিক, ১৪৩২🔻 ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৭

চীন থেকে ফিরেই নুরকে দেখতে গেলেন নাহিদ-সারজিসরা

চীন থেকে ফিরেই নুরকে দেখতে গেলেন নাহিদ-সারজিসরা

শেয়ার করুন:

চীন সফর শেষে দেশে ফিরেছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির নাহিদ ইসলাম, সারজিস আলমসহ অন্যরা। দেশে ফিরেই বিমানবন্দর থেকে সরাসরি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে যান তারা।

রোববার (৩১ আগস্ট) রাত ১১টার দিকে হাসপাতালে েপৌঁছে ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের কেবিনের দিকে ছুটে যান নেতারা। এ সময় এনসিপির সিনিয়র যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম আদীব, যুগ্ম সদস্য সচিব মশিউর রহমান, জয়নাল আবেদীন শিশির, সংগঠক নাহিদ উদ্দিন তারেক প্রমুখ সঙ্গে ছিলেন।

নাহিদ ইসলাম চিকিৎসকদের কাছ থেকে নুরের সার্বিক অবস্থার খোঁজ নেন। গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের সঙ্গে কথা হয় তার। নাহিদ তার দ্রুত সুস্থতা কামনা করেন। একই সঙ্গে হামলায় জড়িত সেনা ও পুলিশের সদস্যদের বিচার নিশ্চিতের দাবি জানান।

এদিকে নুরকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিত ও টার্গেট করে তার ওপর চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার (৩১ আগস্ট) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি নুরকে দেখার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন।



সুত্রঃ কালবেলা