২২শে জুন, ২০২৫ 🔻 ৮ই আষাঢ়, ১৪৩২🔻 ২৫শে জিলহজ, ১৪৪৬

চুরি, ছিনতাই রোধে আতাইকুলায় পুলিরেশর সভা

শেয়ার করুন:

আবু ইসহাকঃ পাবনার আতাইকুলা থানা পুলিশের উদ্যোগে বুধবার বিকেলে থানা চত্বরে সচেতনতামূলক এক আলোচনা সভা অনু  চুরি, ছিনতাই রোধে আতাইকুলায় পুলিরেশর সভাষ্ঠিত হয়েছে। থানার আয়োজনে এলাকায় চুরি, ছিনতাই, ডাকাতি রোধে এলাকার সাধারন মানুষ, বাজারের বাজার কমিটি ও নৈশ প্রহরীদের নিয়ে সচেতনতা মূলক সভায় পাবনা সদর সার্কেল রোকনুজ্জামান প্রধান অতিথির বক্তব্যদেন। আতাইকুলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জালাল উদ্দিনের সভাপতিত্বে ও ওসি তদন্ত মোঃ সিদ্দিকুল ইসলামের পরিচালনায় আরো বক্তব্য দেন আর.আতাইকুলা ইউপি চেয়ারম্যান মিরাজুল ইসলাম বিশ্বাস, সাংবাদিক নজরুল ইসলাম বাধন প্রমুখ। এসময় সাংবাদিক, থানার এলাকার প্রত্যেক বাজারের সদস্য ও দোকানী, স্থানীয় সুধীবৃন্দ এবং নৈশ প্রহরীরা উপস্থিত ছিলেন।