২০শে জুলাই, ২০২৫ 🔻 ৫ই শ্রাবণ, ১৪৩২🔻 ২৪শে মহর্‌রম, ১৪৪৭

শাহজাদপুরে ছাত্রলীগের নেতৃত্বে কাছারি বাড়ি ভাংচুর, প্রতিবাদে বিএনপির সংবাদ সন্মেলন

শেয়ার করুন:

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে ঐতিহাসিক রবীন্দ্র কাছারি বাড়ির অডিটোরিয়ামে ভাংচুরের ঘটনার প্রতিবাদে উপজেলা বিএনপি সংবাদ সম্মেলন করেছে। বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে মনিরামপুরস্থ দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সাবেক উপজেলা বিএনপির সভাপতি ইকবাল হোসেন হিরু ও সাবেক সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ। তারা বলেন, গত ৮ জুন রবীন্দ্র কাছারি বাড়িতে এক দর্শনার্থীর সাথে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার পর বিএনপি নেতাকর্মী ও কাস্টোডিয়ানের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা হয়। ভুক্তভোগী দর্শনার্থী স্থানীয় থানায় একটি অভিযোগও দায়ের করেন।

তারা অভিযোগ করে বলেন, ওই ঘটনার মাত্র দুদিন পর, থানা পুলিশের ব্যর্থতার অজুহাত দেখিয়ে ছাত্রলীগের সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে হামলা চালায়। ঢাকার রুপপুর গ্রামের সবুজ, যিনি ঢাকা মহানগর (উত্তর) ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক, তার নেতৃত্বে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত একটি সন্ত্রাসী দল প্রথমে মানববন্ধনের ঘোষণা দেয়। পরে উপজেলা পরিষদে স্বারকলিপি প্রদানের কথা বলে হঠাৎ করে রবীন্দ্র কাছারি বাড়িতে প্রবেশ করে অডিটোরিয়ামে ব্যাপক ভাংচুর চালায়।

বক্তারা আরও দাবি করেন, এই হামলা ছিল প্রতিবেশী রাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ তথা শাহজাদপুরকে হেয় প্রতিপন্ন করার ষড়যন্ত্রের অংশ। তারা বলেন, সারাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে বিগত ফ্যাসিস্ট সরকারের এজেন্ডা বাস্তবায়নে ছাত্রলীগ এ হামলার আয়োজন করে।

তবে, বক্তারা স্বস্তির কথা জানিয়ে বলেন, হামলাকারীরা রবীন্দ্র জাদুঘর বা কবিগুরুর ভাস্কর্যের কোনো ক্ষতি করতে পারেনি। তারা দাবি করেন, ভিডিও ফুটেজ দেখে প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক এবং নিরীহ ব্যক্তিরা যেন হয়রানির শিকার না হন—সে বিষয়ে পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আমির হোসেন সবুজ, রেজাউল ইসলাম রাজা, আব্দুস ছালাম, রায়হান উদ্দিন, আব্দুল্লাহ আল মাহমুদ, শাকিক চৌধুরী, আকলিমা খন্দকার সুপ্তি প্রমুখ।