৭ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ২২শে অগ্রহায়ণ, ১৪৩২🔻 ১৫ই জমাদিউস সানি, ১৪৪৭

জাতীয় পর্যায়ে ইবতেদায়ির শ্রেষ্ঠ গুণী শিক্ষক পাবনার রিজাউল করিম

শেয়ার করুন:

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে জাতীয় পর্যায়ে ইবতেদায়ি মাদরাসায় শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন মো. রিজাউল করিম। তিনি পাবনা সদরের পাবনা কামিল মাদরাসার ইবতেদায়ি প্রধান। রোববার (৫ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে গুণী শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. রফিকুল আবরার এই গুণী শিক্ষককে ক্রেস্ট তুলে দেন। শিক্ষক দিবস উপলক্ষে সংবর্ধনা পাওয়া ১২ জন গুণী শিক্ষকের মধ্যে মো. রিজাউল করিম অন্যতম।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মো. রিজাউল করিম ১৯৭১ খ্রিষ্টাব্দে ৭ জানুয়ারি পাবনা সদর উপজেলার গোপালপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা মো. রহমাতুল্লাহ ও মা মোছা. রওশনারা বেগম। তিনি বাঙ্গাবাড়িয়া দাখিল মাদরাসা থেকে ১৯৮৩ খ্রিষ্টাব্দে সাধারণ গ্রুপে ২য় বিভাগ পেয়ে দাখিল এবং পাবনা কামিল মাদরাসা থেকে বিজ্ঞানে ১ম বিভাগ পেয়ে আলিম পরীক্ষায় উত্তীর্ণ হন। একই মাদরাসা থেকে তিনি ১৯৮৭ খ্রিষ্টাব্দে বিজ্ঞানে দ্বিতীয় বিভাগে ফাজিল ডিগ্রি ও ১৯৯০ খ্রিষ্টাব্দে হাদিসে ২য় শ্রেণিতে কামিল ডিগ্রি অর্জন করেন।

তিনি কর্মজীবনে অসংখ্য শিক্ষার্থীকে ইসলামী শিক্ষা, হাদীস, তাফসির ইত্যাদির পাশাপাশি ইংরেজি, বাংলা, গণিত, তথ্য-প্রযুক্তি ও সাধারণ বিজ্ঞানে শিক্ষিত করে গড়ে তুলছেন। শিক্ষকতার পাশাপাশি তিনি সমাজ গঠনমূলক বিভিন্ন কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রেখেছেন।

তিনি শিক্ষার্থীদের মধ্যে ইসলামী আদর্শ, শৃঙ্খলাবোধ জাগ্রত করে জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৫ বছরে তাঁকে গুণী শিক্ষক সম্মাননায় সম্মানিত করা হলো।