সাঁথিয়া (পাবনা ) প্রতিনিধিঃ কেন্দ্রীয় আ”লীগের যুগ্নসাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন,দেশের স্বাধীনতা বিরোধী শক্তি জামায়াত, বিএনপি বিভিন্ন কৌশলে হেফাজতের কাধে সওয়ার করে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে। তারা দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চায়। আমাদের প্রত্যেকটা মানুষের কাছে পৌছে দিতে হবে ধর্ম মানুষের কল্যাণের জন্য। মহান রাব্বুল আলামীন আমাদের যে ধর্ম দিয়েছেন তা মানুষের কল্যাণের জন্য, অকল্যাণের জন্য নয়। তিনি আরো ধর্মের দোহাই দিয়ে মানুষের অকল্যাণ, দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত ও দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে মানুষের জনজীবন বিপর্যস্ত করা হলে কোনমতেই তা বরদাস্ত করা যাবে না। তিনি নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, তৃণমুলের নেতা কর্মীদের সজাগ ও সচেতন থাকতে হবে। গ্রামেগঞ্জে গিয়ে মানুষকে বুঝাতে হবে ধর্মব্যবসায়ীদের প্ররোচণায় কেউ যেন বিভ্রান্তি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে এবং তাদেরকে উন্নয়নের ধারায় এগিয়ে নিয়ে আসতে হবে। আজ স্বাধীনতার ৫০ বছরের সুবর্ণজয়ন্তিতে বিভিন্ন দেশের প্রধানরা আমাদের দেশের উন্নয়ন দেখে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভূয়সী প্রসংশা করেছেন। বর্তমানে করোনা উদ্বেগহারে বেড়ে যাওয়ায় স্বাস্থ্যবিধি মেনে চলারজন্য নেতা-কর্মীদের প্রতি আহবান জানান। মঙ্গলবার সকাল ১১টায় কুষ্টিয়া যাওয়ার পথে এক পথসভায় পাবনার সাঁথিয়া মাধপুরে আর-আতাইকুলা ইউনিয়ন আ’লীগের আঞ্চলিক কার্যালয়ে উপজেলা আ’লীগের সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ দেলায়ারের সভাপতিত্বে ও সহ-সভাপতি আলহাজ্ব রবিউল করিম হিরুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য কালে তিনি উপরোক্ত কথা বলেন। এ সময় আরও বক্তব্য রাখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ্যাড. শামসুল হক টুকু এমপি, কুষ্টিয়া ৪ আসনের সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, কুষ্টিয়া ১ আসনের সরোয়ার জাহান এমপি,কেন্দ্রীয় যুবলীগের সদস্য এ্যাড. আসিফ শামস রঞ্জন, সাবেক পৌর মেয়র মিরাজুল ইসলাম প্রাং, সাঁথিয়া উপজেলা আ’লীগের যুগ্নসাধারণ সম্পাদক সাজ্জাত হোসেন, ভাইসচেয়ারম্যান সোহেল রানা খোকন, আ’লীগ নেতা আরশেদ আলী ভান্ডারী, ভূলবাড়িয়া ইউপি চেয়ারম্যান আবু ইউনুস, নন্দনপুর ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম লিটন মোল্লা,ক্ষেতুপাড়া ইউপি চেয়ারম্যান মনসুর আলম পিন্চু প্রমুখ। এ ছাড়াও আ’লীগ,যুবলীগ,ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।##








