১২ই নভেম্বর, ২০২৫ 🔻 ২৭শে কার্তিক, ১৪৩২🔻 ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭

জুলাই আন্দোলনের ছাত্র হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন

শেয়ার করুন:

 

পাবনায় জুলাই আন্দোলনের ছাত্র হত্যার সঙ্গে জড়িত চিহ্নিত আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ (বৃহস্পতিবার, ২৮ আগস্ট) দুপুরে পাবনা প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচির আয়োজন করে জুলাই আন্দোলনের ছাত্র-জনতা।

মানববন্ধনে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বরকতউল্লাহ ফাহাদ, মামুন আল হাসান, এস এম হাবিবুল্লাহ, আসিফ আহমেদ ও মেহেদী হাসান রুমন।

বক্তারা জানান, জুলাই আন্দোলনের ছাত্রদের নির্বিঘ্নে গুলি করে হত্যা করেছে আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসী বাহিনী। তারা এখনও পুলিশ প্রশাসনের হাতে গ্রেপ্তার হয়নি। দ্রুত ব্যবস্থা না নেয়া হলে ছাত্র-জনতা আবারও রাজপথে আন্দোলনে নামতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা।