১৪ই জুলাই, ২০২৫ 🔻 ৩০শে আষাঢ়, ১৪৩২🔻 ১৮ই মহর্‌রম, ১৪৪৭

জেরুজালেমে মুসলিমদের কবরস্থানে ভাঙচুর চালালো ইসরাইল

শেয়ার করুন:

ইছামতিনিউজ২৪.কম রিপোর্ট: অধিকৃত জেরুজালেমে একটি মুসলিম কবরস্থানে ভাঙচুর চালিয়েছে ইসরাইল। ফিলিস্তিনিদ্য প্রটেকশন অব মুসলিম গ্রেভ’স নামের একটি সংগঠনের নির্বাহী পরিচালক আহমেদ আল-দাজান বলেন, জেরুজালেম পৌরসভার কর্মকর্তারা ইসরাইলের সেনাবাহিনীসহ বুলডোজার দিয়ে জেরুজালেমের আল-ইউসুফিয়ে কবরস্থানের দেয়াল এবং উত্তর পাশের সিঁড়ি ভেঙে দিয়েছে।

আল-দাজানি জানান যে তিনি মুসলিম কবরস্থানে ভাঙচুর চালাতে ইসরাইলি কর্তৃপক্ষকে নিষেধ করলেও তারা সেটি শোনেননি।